প্রতিষ্ঠানের ধরন: আরবি, বাংলা ও ইংরেজি মাধ্যমের সর্বাধুনিক দীনি শিক্ষা প্রতিষ্ঠান
মাদ্রাসা শাখা (ঐচ্ছিক/সমন্বিত): সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা কুরআন শরীফ সহীহ্ভাবে তেলাওয়াত, মাসনুন দুআ, হাদিসের মৌলিক জ্ঞান এবং ইসলামি ফিকাহ্ সম্পর্কে জ্ঞান অর্জন করে।
ভাষা শিক্ষা: বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি ভাষা শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়।
মূল্যায়ন: নিয়মিত সাপ্তাহিক, মাসিক ও টার্ম পরীক্ষা এবং বোর্ডের নির্দেশিকা অনুযায়ী বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পরীক্ষা গ্রহণ করা হয়।
ডিজিটাল হাজিরা সিষ্টেম: আমাদের শিক্ষার্থীদের জন্য রয়েছে একাধিক ডিজিটাল হাজিরা সিষ্টেম। অভিভাবকগন দেখতে পারবে ঘরে বসেই তার সন্তানের হাজিরা রিপোর্ট।